কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ,ডিএ প্রদান করা হবে না।
চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
জব কনটেক্সটঃ
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদপ্তর এর নিবন্ধনভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য উক্ত পদে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহব্বান করা যাচ্ছে।
চাকরির দায়িত্বসমূহঃ
ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার প্রত্যহ হালনাগাদ রাখা এবং দিন শেষে ক্যাশ বই ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা এবং মাস শেষে ক্যাশবই ও ভাউচার সমূহ মাসভিত্তিক বাঁধাই করে সংরক্ষণ করা।
প্রকল্প চাহিদা অনুযায়ী প্রত্যহ আলাদা আলাদা ক্যাশ বই ও জেনারেল লেজার এ লেনদেন লিপিবদ্ধ করার পর নিজে স্বাক্ষর দিবেন ও দায়িত্বশীল কর্মকর্তা বা প্রকল্প কর্মকর্তার নিকট হতে পূর্নাঙ্গ পরীক্ষার পর স্বাক্ষর গ্রহণ করা।
যাবতীয় অনুমোদিত বিল প্রদান ও হিসাবভুক্ত করার পর ডেবিট/জার্নাল ভাউচার এর সাথে ফাইলে সংরক্ষণ করা।
শাখা হিসাবরক্ষক স্টক রেজিষ্টার রক্ষনাবেক্ষণ করবেন এবং মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকবেন।
হিসাব ব্যবস্থাপনার গাইডলাইন, নিয়ম, পদ্ধতি ও পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শাখার হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা।
অর্থ ও হিসাব সংক্রান্ত বার্ষিক বাজেট প্রস্তুত করণে পরিচালক (অর্থ ও হিসাব) কে যথাযথ সহায়তা করা।
শাখা ব্যবস্থাপক এর অনুপস্থিতিতে শাখার সকল কার্যক্রম চলমান রাখা ও যে কোন তথ্য, অফিস সংক্রান্ত বিষয়ে বা রিপোর্ট প্রস্তুত করা ও প্রধান কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করা।
শাখা অফিসের সকল পর্যায়ের স্টাফের কাজকর্ম বা তথ্য সম্পর্কে সচেতন হওয়া।
অফিসের সকল (চলতি ও স্থায়ী) সম্পদের সুষ্ঠ ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা।
অফিসের নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়া, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা।
বিতরণ রেজিষ্টার, পরিশোধ রেজিষ্টার, সদস্য ভর্তি রেজিষ্টার প্রিন্ট, যাচাই, স্বাক্ষর ও অনুমোদন পূর্বক ফাইলে সংরক্ষণ করা।
প্রতি মাসের তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগে প্রেরণ করতে হবে।
কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করতে হবে।
কম্পিউটার পরিচালনা করতে পারা।
নিজেস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
শিক্ষানবিশকালে বেতন : ২৯,২০০/- টাকা।
স্থায়ীকরণের পর বেতন : ৩১,৫৮৬/- টাকা।
উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স এলাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে।
সুযোগ-সুবিধাসমূহঃ
১. সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
২. সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%) প্রদান করা হবে।
৩. সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে - ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪০%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্রগ্রাম জেলার সকল শাখা ৩০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২০%।
৪. কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
৫. আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
৬. সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
৭. সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।
৮. বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে।
জেন্ডার সমতা, শুদ্ধাচার, শিশু ও নারী সুরক্ষা এবং মানি লন্ডারিং প্রতিরোধে সংস্থার জিরো টলারেন্স নীতির প্রতি সংস্থা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থা কর্মক্ষেত্রে এসব নীতির কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করে একটি নিরাপদ, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
Full Time
Anywhere in Bangladesh