যোগ্যতা : যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মান সহ কমপক্ষে স্নাতক ডিগ্রী হতে হবে।
কাজের অভিজ্ঞতা: পানি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কোম্পানী : গণস্বাস্থ্য কেন্দ্র। কৃষি সমবায় বিভাগ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪
দায়িত্ব এবং কর্তব্য:
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমুদ্র উপকূলবর্তী প্রকল্প এলাকার বিভিন্ন নদী পুকুর খালের পানির গুণাগুণ নিজেদের ল্যাবরোটরিতে পরিক্ষা করা। পাবলিক হেলথ, বিএডিসে, বিশ্ববিদ্যালয় অথবা পানি পরিক্ষাকারী অন্য কোন প্রতিষ্ঠান থেকে পানি পরিক্ষার ব্যবস্থা করা।
প্রকল্প এলাকার বিভিন্ন উপজেলার পিএস এফ এর ব্যবহৃত পানির মান নির্ধারণ করা ও ব্যবহার কারীদের পানির গুণগত মান অবহিত করণ ও গুণাগুন রক্ষার্থে করণীয় বিষয়াদি ব্যবহারকারীদের অবহিত করণ।
প্রতিষ্ঠানের পানি পরীক্ষার ল্যাবরেটরী প্রতিষ্ঠা ও এর উন্নযন সাধনে ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন রিপোর্ট তৈরী।
অন্যান্য : প্রকল্প সময়কালীন ৩ বছর সময়ের জন্য।
Full Time
Pirojpur